এক নজরে খাগড়াছড়ি
১। আয়তনঃ ২,৬৯৯.৫৬ বর্গ কি.মি.।
২। নির্বাচনী এলাকাঃ ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি।
৩। সংসদীয় আসনঃ ০১টি।
৪। উপজেলাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড়)।
৫। থানাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড়)।
৬। পৌরসভাঃ ৩টি (খাগড়াছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা)।
৭। ইউনিয়নঃ ৩৮টি।
৮। মৌজাঃ ১২১টি।
৯। গ্রামঃ ১,৭২৩ টি।
১০। জনসংখ্যাঃ তথ্য সূত্রঃ (২০২২ এর আদমশুমারী অনুযায়ী )
মোট জনসংখ্যা ৭১৪,১১৯ জন (পুরুষ- ৩৫৭,৪০৬ জন, মহিলা- ৩৫৬,৪৭৭ জন, হিজড়া ৫১ জন, মোট লিঙ্গ বিভাজন ৭১৩,৯৩৪ )
(ক) উপজাতি- ৩৪৯,৩৭৮ জন (পুরুষ ১৭২,৬৬৭, মহিলা ১৭৬,৭১১ , শতকরা হার ২১.১৭ ) । [চাকমা- ৪৮৩,২৯৯, মারমা-২২৪,২৬১, ত্রিপুরা-১৫৬,৫৭৮ অন্যান্য- ]
(খ) অ-উপজাতি- জন ।
১১। জনসংখ্যা ঘনত্বঃ প্রতি বর্গ কিলোমিটারে ২৬০ জন।
১২। শিক্ষার হারঃ ৪৪.০৭% (পুরুষ-৫৪.১৯%, মহিলা-৩৩.৬২%)।
১৩। প্রাথমিক বিদ্যালয়ে গমনের হারঃ৮৩%।
১৪। শিক্ষা প্রতিষ্ঠানঃ ৫৪৭টি।
(ক) সরকারি কলেজ-০৭টি, বেসরকারি কলেজ-১০টি ।
(খ) উচ্চ বিদ্যালয়-৭৭টি (সরকারি-৫টি ও বেসরকারি-৭২টি)।
(গ) সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৬৫৩টি (সরকারি-৫৭৬টি ও বেসরকারি-৭৭টি)।
(ঘ) কিন্ডার গার্টেন-৩৯টি।
(ঙ) মাদ্রাসাঃ আলীয়া মাদ্রাসা ১০টি, কাওমী মাদ্রাসা ২৬টি, মহিলা মাদ্রাসা ০৫টি, দাখিল মাদ্রাসা ০৫টি, নুরানী/ইবতেদেয়ী ১১ টি ।
(চ) এবতেদায়ী মাদ্রাসা-১১টি।
(ছ) অন্যান্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান- মসজিদ ৫৩৯টি, হিন্দু মন্দির ৩৭২টি, বৌদ্ধ মন্দির ৫৩৭টি, গীর্জা ৮৩ টি, ঈদগা ৭৬ টি।
(জ) কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়-০১টি।
(ঝ) টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট-০১টি।
(ঙ) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-০১টি।
১৫। ধর্মীয় উপাসনালয়ঃ ৭৫১টি। (ক) মসজিদ-৫৩৯টি। (খ) বৌদ্ধ মন্দির (ক্যাং)-৫৩৭টি। (গ) হিন্দু মন্দির-৩৭২টি। (ঘ) গীর্জা-৮৩টি।
১৬। গুচ্ছগ্রাম ও ভারত প্রত্যাগত শরণার্থীঃ
(ক) ১। গুচ্ছগ্রামের সংখ্যা-৮১টি।
২। গুচ্ছগ্রামে বসবাসরত পরিবার-৫৩,৮৫৫টি।
৩। গুচ্ছগ্রামে রেশন কার্ডধারী পরিবার-২৬,২২০টি।
৪। রেশন কার্ডবিহীন পরিবার-২৭,৬৩৫টি।
৫। গুচ্ছগ্রামে বসবাসকারী জনসংখ্যা-২,১২,১৬৫জন।
(খ) ১। ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবার-১২,১৭০টি।
২। রেশন কার্ডধারী পরিবার-১২,১৭০টি।
৩। ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীর সংখ্যা-৬৪,৩৩৪জন।
১৭। খাস জমি সংক্রান্তঃ
(ক) মোট খাস জমির পরিমাণ-৩,০৫,৯৬৫.৭৩ একর।
(খ) বন্দোবস্তকৃত জমির পরিমাণ-১,৮০,২৭৯.৬২ একর।
(গ) বর্তমানে খাস জমির পরিমাণ-১,২৫,৬৮৬.১১ একর।
১৮। সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃ
(ক) সিনেমা হল-০১টি।
(খ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট-০১টি।
(গ) শিশু একাডেমি-০১টি।
(ঘ) শিল্পকলা একাডেমি-০১টি।
১৯। স্টেডিয়ামঃ ০১টি (জিমনেসিয়ামসহ)।
২০। প্রেস ক্লাবঃ ০৪টি।
২১। জেলা কারাগারঃ ০১টি।
২২। দর্শনীয় স্থানঃ
আলুটিলা পাহাড়ের রহস্যময় সুড়ঙ্গ;
নুনছড়ি মৌজার দেবতা পুকুর;
রিছাং ঝর্ণা;
ঐতিহাসিক রামগড় (ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস্ বর্তমান বিডিআর এর প্রথম হেডকোয়ার্টার); রামগড় লেক;
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের খামার;
শান্তিপুর অরণ্য কুটির, পানছড়ি;
দীঘিনালা সংরক্ষিত বনাঞ্চল;
ভগবান টিলা।
২৩। পর্যটন কেন্দ্রঃ
(ক) আলুটিলা পর্যটন কেন্দ্র।
(খ) নূনছড়ি দেবতা পুকুর।
(গ) দীঘিনালা সংরক্ষিত বনাঞ্চল।
(ঘ) খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র।
(ঙ) দুই টিলা ও তিন টিলা, দীঘিনালা।
(চ) ভগবান টিলা
২৪। নদীঃ ০৩টি (চেঙ্গী, মাইনী, ফেণী)।
২৫। চা-বাগানঃ ০১টি (রামগড়)।
২৬। রাবার বাগানঃ ৩,৪০০.০০ একর।
২৭। সেনাবাহিনী ব্রিগেডঃ ০২টি (খাগড়াছড়ি ও গুইমারা)।
২৮। বিজিবি সেক্টরঃ ০২টি।
২৯। ব্যাংকঃ ১০টি ( মোট শাখা-২১টি)।
৩০। এনজিওঃ ৩৪টি। (ক) জাতীয় ও আন্তর্জাতিক-০৭টি। (খ) স্থানীয়-২৭টি।
৩১। প্রধান সমস্যাঃ বিদ্যুৎ।
৩২। যোগাযোগ ব্যবস্থাঃ পাকা রাস্তা-২৯৬.৩৬ কি. মি.। অর্ধ পাকা রাস্তা-২৬১ কি. মি.।
৩৩। প্রাকৃতিক সম্পদঃ
(ক) কৃষিজ- (১) প্রধান ফসলঃ ধান ,গম, ভুট্টা, সরিষা, তুলা, আখ ও শাকসবজি ইত্যাদি।
(২) ফলমূলঃ আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, পেয়ারা, লেবু ও তরমুজ ইত্যাদি।
(খ) খনিজ- গ্যাস (সিমুতাং গ্যাসফিল্ড, মানিকছড়ি)।
(গ) বনজ- সেগুন, গামারী, কড়ই, গর্জন, চাপালিশ, জারুল ইত্যাদি।
৩৪। সম্ভাবনাময় ক্ষেত্রঃ
(ক) পর্যটন (খ) বনজ সম্পদ
(গ) খনিজ সম্পদ (ঘ) হস্তশিল্প
(ঙ) রাবার শিল্প (চ) ফলভিত্তিক শিল্প।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস