Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
দুদুকছড়াঃ ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্থল
বিস্তারিত

দুদুকছড়া, পানছড়ি-ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির অস্ত্র সমর্পণস্থল

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুদুকছড়া নামক স্থানে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বীজ রোপিত হয়েছিল। বিভিন্ন পর্যায়ে শান্তিচুক্তির লক্ষ্যে সংলাপ ছাড়াও এখানে শান্তিবাহিনী কর্তৃক দ্বিতীয় দফা অস্ত্র সমর্পণ অনুষ্ঠান এখানেই করা হয়েছিল। খাগড়াছড়ি জেলা শহর হতে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক দিয়ে ২৬ কিঃ মিঃ পথ অতিক্রম করলেই দেখতে পাওয়া যাবে ঐতিহাসিত শান্তিচুক্তির স্মৃতিস্তম্ভ বিজড়িত এ স্থানটি। এর উত্তরে মধুরঞ্জনপাড়া, দক্ষিণে মার্মাপাড়া, পূর্বে ক্যাম্প ও পশ্চিমে রবিকৃষ্ণপাড়া। অস্ত্র সমর্পণ স্থানটির তিনদিকেই ছোট ছোট টিলা দ্বারা বেষ্টিত। আরো উল্লেখ্য যে, শান্তিচুক্তির সংলাপকালীন সময়ে শান্তিবাহিনীর সদস্যগণ সংলগ্ন মধুরঞ্জনপাড়া এবং রবিকৃষ্ণপাড়ায় অস্থায়ী শিবিরে অবস্থান করতেন।